Main Menu

বূড়ীগঙ্গা তীরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর “নৌ মহড়া”

মুহাম্মাদ আবদুল্লাহ্-
কেরাণীগঞ্জ টুয়েন্টিফোর ডটকম।

কেরাণীগঞ্জ আগানগরস্থ বূড়ীগঙ্গা নদীর তীরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-ঢাকা’র নৌ-মহড়া ২৭ আগষ্ট ২০১৭ইং রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

“নিরাপদ নৌ যাত্রা, অনাবিল আনন্দ” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-ঢাকা বিভাগ কর্তৃক আয়োজিত নৌ-মহড়া কর্মসূচীটি সফলতার সাথে সম্পর্ন্ন হয়েছে,ঈদে নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত করা ও নৌ পথে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করার অঙ্গীকারে আবদ্ধ সদস্যগনের উপস্থিতিতে মূখরিত ছিলো কর্মসূচীর শেষলগ্ন অবদি।

নিরাপদ নৌ যাত্রা নিশ্চিত করার অঙ্গীকারে আয়োজিত অনুষ্ঠানে মেজর একেএম শাকিল নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে
আলোকিত করেন।

পরিশেষে ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন আয়োজক- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-ঢাকা বিভাগের সদস্যরা।

© 2017, Presslist24.com. <<- প্রথম পাতায় ফিরতে ক্লিক করুন http://www.keranigonj24.com

Facebook Comments

Leave a Reply